চিন্তামণি পাখিরালয় পাখির সংরক্ষিত এলাকা হিসাবে খুবই জনপ্রিয়। এখানে বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতি, এপিফাইটস , ফার্ন এবং অর্কিড এর জন্য বিখ্যাত। এটি কলকাতা শহরের খুবই নিকটে অবস্থিত। এই ছোট পাখিরালয় টি ১৭ একর এলাকা জুড়ে ব্রিস্তিত। দক্ষিন কলকাতা থেকে অল্প দুরেই এটি অবস্থিত। এর আঞ্চলিক নাম কয়ালের বাগান। এই এলাকাটিকে সংরক্ষিত হিসাবে ঘোষণা করা হয় ১৯৮২ সালে। কিন্তু এটি সম্পূর্ণতা পায় যখন পশ্চিমবঙ্গ সরকার এটি কে উল্লেখযোগ্য মূল্যে কিনে নেয়।




























0 comments: